মোঃ নজরুল ইসলাম,
মুরাদনগর (কুমিল্লা)প্রতিনিধিঃ
সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা বলেছিলেন, কুমিল্লা নামে কোন বিভাগ হবে না। তবে, বর্তমান সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া বলেছেন, কুমিল্লা বিভাগ হলে তা কুমিল্লা নামেই হবে।
তিনি শনিবার (৩০ নভেম্বর) বিকেলে কুমিল্লার নিজ উপজেলা মুরাদনগর সদরের ডি আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মুরাদনগরবাসীর আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মুখোমুখি আমরা। জাতীয় স্বার্থে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রত্যেক নাগরিকের দায়িত্ব রয়েছে, এবং যদি আমরা সবাই নিজেদের দায়িত্ব পালন করি, তাহলে এই সরকার সফল হবে ইনশাআল্লাহ।”
তিনি আরও উল্লেখ করেন,দেশের কিছু রাজনৈতিক দল মনে করে ভারতের আর্শির্বাদ ছাড়া ক্ষমতায় আসা সম্ভব নয়, যা অত্যন্ত দুঃখজনক এবং কলঙ্কজনক। তবে আমি বলব, শেখ হাসিনার চেয়ে বেশি কারোর ওপর আর্শিবাদ ছিল না। তারপরও তিনি বাংলাদেশে ক্ষমতায় এসে প্রমাণ করেছেন,দেশ নিজস্ব শক্তিতেই উন্নতি করতে পারে।”
উপদেষ্টা আসিফ মাহমুদ আরো বলেন, “কুমিল্লা বিভাগের ব্যাপারে সরকারের ইতিবাচক সিদ্ধান্তের আশাবাদী। আমরা সবাই সম্মিলিতভাবে দেশের উন্নয়নের পথে এগিয়ে চলব।”
এদিকে, স্থানীয় জনগণ এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে উক্ত বক্তব্যকে স্বাগত জানান এবং কুমিল্লা বিভাগের জন্য নিজেদের প্রত্যাশা পুনর্ব্যক্ত করেন।