মোঃ বাবুল (নিজস্ব প্রতিনিধি)
চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে উগ্রবাদী সংগঠন ইস্কন সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে হত্যার শিকার তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৭ নভেম্বর ২০২৪, বুধবার জাতীয়তাবাদী ময়মনসিংহ জেলা আইনজীবী ফোরাম ইউনিট এই কর্মসূচি আয়োজন করে। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় সৈয়দ নজরুল ইসলাম ভবনের সামনে, যেখানে শতাধিক আইনজীবী অংশগ্রহণ করেন।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা, আলহাজ্ব এড. আবুল বাশার আকন্দ, এডভোকেট আনোয়ার আজিজ টুটুল, এডভোকেট আব্দুল কালাম আজাদ, এডভোকেট মীর আফজালপুর রহমান পান্নু, এডভোকেট আব্দুল হান্নান খানসহ আরও অনেক আইনজীবী। তারা সাইফুল ইসলাম আলিফের হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান।
আইনজীবী নেতারা জানান, এই হত্যাকাণ্ড দেশ ও সমাজের জন্য একটি বড় বিপর্যয় এবং তারা আইন ও বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রাখতে চান। আলিফ হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি না করা হলে ভবিষ্যতে এমন ঘটনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
সমাবেশে বক্তারা আরও বলেন, সাইফুল ইসলাম আলিফের মতো আইনজীবী সমাজের সদস্যদের ওপর এ ধরনের আক্রমণ দেশের আইনি সিস্টেম ও মানবাধিকারের প্রতি বিরাট হুমকি। তাই তারা সরকারের কাছে দাবি জানান, এই হত্যার পেছনে যারা আছেন তাদের দ্রুত চিহ্নিত করে শাস্তি প্রদান করা হোক, যাতে সমাজে ন্যায়বিচারের সঠিক পরিবেশ নিশ্চিত হয়।
এছাড়া, তারা সকলকে আইন-শৃঙ্খলা রক্ষা ও সহনশীলতার পথে এগিয়ে আসার আহ্বান জানান এবং ঐক্যবদ্ধ হয়ে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সকলকে এগিয়ে আসার প্রতি অনুরোধ করেন।